কারগিল বিজয় দিবসে পাকিস্তান, সন্ত্রাসবাদ ও অগ্নিপথ নিয়ে বিরোধীদের তোপ মোদীর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কারগিল বিজয় দিবসে পাকিস্তান, সন্ত্রাসবাদ এবং অগ্নিবীর প্রকল্পকে বিরোধীদের রাজনীতিতে তাক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, শুক্রবার কারগিল বিজয় দিবসের ২৫-তম বার্ষিকীতে মোদী কারগিলে দেশের জন্য বলিদান দেওয়া সেনানীদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর এক অনুষ্ঠানে পাকিস্তানকে তেড়েফুঁড়ে আক্রমণ শুরু করেন। একইসঙ্গে বিরোধীদেরও চাঁদমারি করতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তিনি বলেন, অগ্নিপথ প্রকল্প নিয়ে বিরোধীরা যা করছে তা রাজনীতি ভিন্ন আর কিছু নয়। এরাই সেই লোক যারা চেয়েছিল ভারতীয় বিমানবাহিনীতে আধুনিক যুদ্ধবিমান যাতে না আসে। এরাই সেই লোক যারা চেয়েছিল তেজস যুদ্ধবিমান বাতিল করতে।

অগ্নিপথ প্রসঙ্গে তিনি আরও বলেন, সেনাবাহিনীতে তরুণ রক্ত সঞ্চালিত করাই এই প্রকল্পের লক্ষ্য। যাতে সেনাবাহিনী ধারাবাহিকভাবে তরুণ তাজা রক্তে ভরপুর থাকে। যে কোনও সময় যুদ্ধের জন্য বাহিনীকে প্রস্তুত রাখাই এই প্রকল্পের উদ্দেশ্য। কিন্তু, দুর্ভাগ্যজনক হল কিছু মানুষ একে নিয়ে রাজনীতি করে দেশের সুরক্ষা ব্যবস্থাকে ক্ষতির মুখে ঠেলে দিতে চাইছেন। কিছু লোক মিথ্যার রাজনীতি করে চলেছেন, তাঁদের ব্যক্তিগত লাভের স্বার্থে। অথচ এরাই তাদের আমলে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে সেনাবাহিনীকে দুর্বল করেছিল।

সন্ত্রাসবাদ নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী এদিন বলেন, আমাদের সেনা পূর্ণ শক্তিতে সন্ত্রাসবাদকে খতম করে দেবে। অতীতে পাকিস্তান অসংখ্যবার জঘণ্য প্রচেষ্টা করেছে। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। ওদের আজও শিক্ষা হয়নি। মহড়া যুদ্ধ ও সন্ত্রাসবাদীদের মদত দিয়ে ওরা এখনও সেই চেষ্টা ছাড়েনি। একইসঙ্গে বিরোধীদের লক্ষ্য করে বলেন, আগে কিছু লোক ভাবত সেনা মানে রাজনীতিবিদদের কুর্নিশ করার যন্ত্র। তাদের জন্য কুচকাওয়াজ করার জন্য রয়েছে ভারতীয় সেনা। কিন্তু আমাদের কাছে সেনা মানে ১৪০ কোটি ভারতবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক।

রাহুল গান্ধী কিংবা কোনও বিরোধী নেতানেত্রীর নামোল্লেখ না করে মোদী বলেন, ওরা ভাবছে কেন্দ্র সেনাবাহিনীর পেনশনের টাকা বাঁচাতে অগ্নিপথ প্রকল্প চালু করেছে। এই ভ্রান্ত কথাবার্তা ওরা প্রচার করে বেড়াচ্ছে। ফের তিনি প্রচ্ছন্নে পাকিস্তানের নাম করেই বলেন, আজ আমি যেখান থেকে কথা বলছি, সেখান থেকে জঙ্গিদের নাটের গুরুরা আমার কথা সরাসরি শুনতে পাচ্ছে। একবার নয়, বারবার শিক্ষা উচিত জবাব পেয়েও পাকিস্তানের শিক্ষা হয়নি, লাদাখের দ্রাসে কারগিল বিজয় দিবস শ্রদ্ধাঞ্জলি সমারোহে বলেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *