দাউ দাউ করে জ্বলছে মিনিবাস, কলকাতায় আতঙ্কিত যাত্রীরা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড। এবার চলন্ত একটি মিনি বাসে আগুন লাগে। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতায় মহাজাতি সদন সংলগ্ন এলাকায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় ওই এলাকায়।

বৃহস্পতিবার সকালে এস ১৮৪ রুটের বাসটি বিবাদীবাগ থেকে যাত্রা শুরু করে বিরাটির দিকে যাচ্ছিল। মহাজাতি সদনের সামনে পৌঁছনোর পর হঠাৎই বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়। ধোঁয়া বের হতে শুরু করে সেখান থেকে। এর পরেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

বাসের চালক দ্রুত বাস থামিয়ে দেন। যাত্রীরা নেমে আসেন বাস থেকে। খবর দেওয়া হয় দমকলে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর ঘটনার জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে যাত্রীরা সুস্থতা রয়েছেন বলে জানা গিয়েছে।

বিগত কয়েকমাসে পর পর বেশ কয়েকটি আগুন লাগার ঘটনা ঘটে। ১১ জুন পার্ক স্ট্রিটের একটি রেস্তরাঁয় আগুন লাগে। এর কয়েকদিন পরেই আগুন লাগে কসবার অ্য়াক্রোপলিস মলে। জানা গিয়েছিল, সেখানকার একটি রেস্তরাঁর কিচেনে আগুন লাগে বলে খবর।

কিছুদিন আগেই আগুন লাগে ব্যাঙ্কশাল কোর্টের পিছনে গার্স্টিন প্লেসে। একটি পুরনো বাড়িতে আগুন লাগার জেরে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দা থেকে বিভিন্ন অফিসের কর্মীরা। এরপর বৃহস্পতিবার সকালে বাসে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়।