বাজেটে শুল্ক ছাড়ের ঘোষণা, তারপরেও কি মধ্যবিত্তের নাগালে এল সোনা ?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এবারের কেন্দ্রীয় বাজেটে সোনাকে মধ্যবিত্তকে নাগালে আনার চেষ্টা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার সংসদে বাজেট বক্তৃতায় সোনা, রুপো এবং প্ল্যাটিনামের উপর থেকে শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন তিনি। এবার থেকে সোনা, রুপো এবং প্ল্যাটিনামের উপর ৬ শতাংশ শুল্ক ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। তাতে কি বাজেট পরবর্তী দিনে কমল সোনা, রুপোর দাম ?

বাজার বিশেষজ্ঞদের মতে, বাজেট ঘোষণার পরেই দাম কমার মতো পরিস্থিতি থাকে না। এই দাম কমতে আরও কিছু সময় লাগবে। তাঁদের মতে, এই শ্রাবণে বিয়ের মরশুমে এখনই সোনা মধ্যবিত্তের নাগালে আসছে না। কারণ, বর্তমান দামের উপর নির্ভর করবে কতটা শুল্কর পার্টি গণিত।

তাই, আজ, বুধবার ২২ ক্যারেট এক গ্রাম সোনার দাম ৬৪৯৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৪ হাজার ৯৪০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে। ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৮৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭০ হাজার ৮৫০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।

সোনার মতোই রুপোর দামও বেশ অনেকটাই কমেছে। ১ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৭ টাকা ৯০ পয়সা। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৭৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ দাম রয়েছে ৮৭ হাজার ৯০০ টাকা।