📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান থাকছেন না অভিনেতা বিধায়ক রাজ চক্রবর্তী । এখবর আগেই প্রকাশ্যে এসেছিল । রাজের জায়গায় চেয়াম্যানের দায়িত্বে গৌতম ঘোষের নামও উঠে আসছিল । এবার সেই খবরেই সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মহানায়ক সম্মান অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন, চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান হচ্ছেন গৌতম ঘোষই । আর কো চেয়ারম্যান হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । মুখ্যমন্ত্রী জানান, গৌতম ঘোষ ও প্রসেনজিতের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে । চলচ্চিত্র উৎসব যাতে সুষ্ঠুভাবে আয়োজন করা যায়, তার জন্য সেই কমিটি খুব দ্রুতই কাজ শুরু করে দেবে । উল্লেখ্য, ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে ।
২৫ তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন রাজ । তবে টানা ৫ বছর ওই পদে থাকার পর পদ থেকে ইস্তফা দিয়েছেন । সেই ইস্তফা মঞ্জুরও করেনে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় । কেন রাজের এমন সিদ্ধান্ত? প্রশাসনিক মহলে রাজকে নিয়ে ক্ষোভের কোনও খবর আপাতত পাওয়া যায়নি । পরিচালক নিজে জানিয়েছেন, ৫ বছর দায়িত্ব সামলেছেন, এবার একটু বিরতি চান । ইন্ডাস্ট্রির অন্য কেউ ওই পদে থাকুন,চেয়েছেন পরিচালক । জানা গিয়েছে, চেয়ারম্যান না থাকলেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সদস্য হিসেবে থাকবেন রাজ চক্রবর্তী।