📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানের আগেই ধনধান্যে প্রেক্ষাগৃহে দুর্ঘটনা। প্রেক্ষাগৃহের প্রবেশপথে তোরণ ভেঙে পড়ে দু’জন জখম হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার ধনধান্য প্রেক্ষাগৃহে ‘উত্তম কুমার স্মরণে’ অনুষ্ঠান । সেখানে মুখ্যমন্ত্রী মমতার পৌঁছনোর ঠিক আগেই এই বিপত্তি। বিকেলে প্রেক্ষাগৃহে ঢোকার মুখে একটি তোরণ ভেঙে পড়ে। তোরণ চাপা পড়ে দু’জন জখম হয়েছেন বলে খবর। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সূত্রের খবর, এক জনের মাথায় আঘাত লেগেছে।সূত্রের খবর, যে দু’জন জখম হয়েছেন, তাঁরা লোকশিল্পী। দক্ষিণ ২৪ পরগনা থেকে এসেছিলেন অনুষ্ঠানে পারফর্ম করতে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার পর প্রেক্ষাগৃহে যত ফ্লেক্স লাগানো ছিল, সব খুলে ফেলা হয়।
মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের আগেই ধনধান্য প্রেক্ষাগৃহে দুর্ঘটনা! ভাঙল তোরণ, আহত ২

