📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত ১৩ জুলাই পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ওই ঘটনায় নিরাপত্তা গাফিলতির প্রশ্ন উঠেছিল। অবশেষে সেই ঘটনায় নিরাপত্তা গাফিলতির দায় স্বীকার করে ইউএস সিক্রেট সার্ভিস ডিরেক্টর পদ থেকে থেকে পদত্যাগ করলেন কিম্বার্লি চিটল। সংবাদ সংস্থা সূত্রে এ খবর জানানো হয়েছে।
জনসভায় ট্রাম্পের উপর পরপর গুলি চলার পরেই পাল্টা গুলি চালান নিরাপত্তা রক্ষীরা। তাতেই নিহত হয় বন্দুকবাজ দুষ্কতী। মারা যান ট্রাম্পের এক সমর্থকও। ট্রাম্পের ওপর ওই হামলার ঘটনার পরই ইউএস সিক্রেট সার্ভিসের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সংস্থার ডিরেক্টর কিম্বার্লি চিটলকে।
সংবাদ সংস্থা সূত্রের খবর, বৈঠকে নিরাপত্তা গাফিলতির কথা স্বীকার করে নিয়ে চিটল বলেছিলেন, “হ্যাঁ, ১৩ জুলাই আমরা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি।” বৈঠকে তিনি এও বলেন, গত ১০ বছরের ইতিহাসে সিক্রেট সার্ভিসের সবচেয়ে বড় ব্যর্থতা। সূত্রের খবর, এরপরই দায়িত্ব থেকে অব্যবহতি চেয়ে পদত্যাগ করেন কিম্বার্লি চিটলয
প্রসঙ্গত, ট্রাম্পের ওপর হামলার ওই ঘটনার পরই রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয়পক্ষই চিটলের পদত্যাগের দাবি জানিয়েছিল। প্রসঙ্গত, ১৩ জুলাই ট্রাম্পের ওপর হামলার একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছিল। তাতে দেখা যায় ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্ততা করছেন। আচমকা তাঁর কান ঘেঁষে একটি গুলি চলে যায়! সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি। তাঁর সমর্থকরা চিৎকার করে ওঠেন।
এর পরেই নিরাপত্তাকর্মীরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। সে সময়ে ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। নামার সময়ে হাত উঁচু করে, মুঠো করে, হার না মানার ইঙ্গিত করেন ট্রাম্প। বলাই বাহুল্য, গুলিটি একটু এদিক ওদিক হলেই ট্রাম্পের মাথা ফুঁড়ে দিতে পারত। অল্পের ওপর দিয়ে গেছে এই হামলা। এরপরই গোয়েন্দা ব্যর্থতা নিয়ে উঠেছিল প্রশ্ন।