📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্য বিধানসভা থেকেই এবার রাজ্যপালের সমালোচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যের দুই বিধায়কের শপথকে অসাংবিধানিক বলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকী, সভায় যোগ দিলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেনকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে বলেও জানিয়েছিলেন রাজ্যপাল।
এদিন রাজ্যপালের এই সিদ্ধান্তের তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা প্রশ্ন তুলে জানতে চান, রাজ্যপালের বিরুদ্ধে কে পেনাল্টি দেবেন ? তাঁর কটাক্ষ, যে নিয়ম তিনি দেখিয়েছেন তা ব্রিটিশ আইন। রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, তাঁর কি খুব টাকার দরকার ? জলপানের জন্য টাকার প্রয়োজন? রাজ্যপাল বললে, তিনি সেই টাকার ব্যবস্থা করে দেবেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বেলাইন না হয়ে এদিন রাজ্যপালকে লাইনে চলার জন্য অনুরোধও করেছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার রাজ্য বিধানসভায় শপথ নিয়ে নব-নিযুক্ত চার বিধায়ক। মুখ্যমন্ত্রীর সামনে তাঁদের শপথ পাঠ করান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগ, সংবিধানকে উপেক্ষা করে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই এদিনের শপথ অনুষ্ঠান বয়কট করে রাজ্যের বিরোধী দল। যদিও সংবিধান মেনেই শপথ বলে পাল্টা দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এটা দেশ এবং বাংলার ইতিহাসে নজির হয়ে রইল বলেও জানিয়েছেন তিনি।
এদিনের শপথে আরও একটা নজির তৈরি হল বঙ্গ বিধানসভায়। সর্বকনিষ্ঠ বিধায়ক হিসাবে কাজ শুরু করলেন বাগদার মধুপর্ণা ঠাকুর। শপথের পর তিনি মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণামও করেন। সোমবারই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, রাজভবন থেকে কোনও ইঙ্গিত না এলেও, মঙ্গলবারই শপথ নেবেন চার বিধায়ক। সেই শপথ এদিন সম্পন্ন হল বিধানসভায়।