নিট নিয়ে সরগরম বাজেট অধিবেশন, ধর্মেন্দ্রর ইস্তফা চেয়ে লোকসভায় সরব রাহুল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যের স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতি নিয়ে ফের মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি জানিয়েছেন, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ওই মঞ্চ থেকেই রবিবার অভিষেক উসকে দিয়েছিলেন নিট দুর্নীতির প্রসঙ্গ। দাবি করেছিলেন অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করতে হবে।

সোমবার বাজেট অধিবেশনের শুরুর দিনেই সংসদের অধীনে অভিষেকের সেই দাবি প্রতিফলিত হল বিরোধীদের গলায়। প্রথম দিনেই তাঁরা বুঝিয়ে দিলেন কেন্দ্রকে কোণঠাসা করতে নিট দুর্নীতি তাঁদের হাতিয়ার। এদিন অধিবেশনের শুরুতেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর থেকে বিরোধী জানতে চান, যে অনিয়ম দেশের ২৪ লক্ষ পড়ুয়াকে অন্ধকারে ঠেলে দিল, তার দায় নিয়ে তিনি কী পদত্যাগ করছেন ?

পাল্টা জবাবে সরকারের তরফে শিক্ষামন্ত্রীর বিবৃতি, বিহার পুলিশের সক্রিয়তা, সিবিআইয়ের তদন্ত এবং দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে এই মামলার শুনানির কথা। ধর্মেন্দ্রর এই বক্তব্যের পরেই বিরোধী বেঞ্চ থেকে কটাক্ষ করেন রাহুল গান্ধী। তিনি জানান, নিজেকে বাদ দিয়ে বাকি সবার উপরেই এই দুর্নীতির দায় ঠেলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। রাহুলের অভিযোগ, পরীক্ষা ব্যবস্থার মধ্যেই যে দুর্নীতি লুকিয়ে, সেটাই বুঝতে পারছেন না ধর্মেন্দ্র প্রধান।

এদিন সংসদে সাওয়াল-জবাবে সরগরম হয় বাজেট অধিবেশনের প্রথম দিন। রাহুলের পাল্টা কটাক্ষের জবাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান, এনটিএ গঠনের পরে দেশে ২৪০টি পরীক্ষা হয়েছে। সাত বছরে কোনও রকম প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ নেই। যা তিনি দায়িত্ব নিয়েই বলছেন। দুর্নীতি রুখতে ব্যর্থ কেন্দ্র। এই দাবিতেই অনড় থাকেন লোকসভার বিরোধী দলনেতা। রাহুল গান্ধী জানিয়েছেন, দেশের কোটি কোটি মানুষ জানেন, পয়সা থাকলে ভারতের পরীক্ষার ব্যবস্থাটাকেই কিনে নেওয়া যায়। বিরোধীরাও তা-ই মনে করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *