📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সপ্তাহের শুরুতেই রাজ্যজুড়ে দুর্যোগের পূর্বাভাস । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে । বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে মঙ্গলবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে । বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে । তবে, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস সারা সপ্তাহজুড়েই থাকছে ।
দক্ষিণে কোথায় কোথায় বৃষ্টি হবে ?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা,পুরুলিয়া এবং বাঁকুড়ায় । কলকাতা-সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । অন্যদিকে, মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায়। বৃষ্টি হলেও গুমোট গরম কমছে না । আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে ।
উত্তরে বৃষ্টির পূর্বাভাস
সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে । বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে । মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস । ভিজতে পারে মালদহ ও দুই দিনাজপুরও ।
সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস । এদিন বৃষ্টিতে ভিজতে পারে শহর । বৃষ্টি হলেও রাজ্যজুড়ে বৃষ্টির ঘাটতি থেকে যাচ্ছে । জুনের পর জুলাইতেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে প্রায় ৪৯ শতাংশ ।