📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাত পোহালেই একুশে জুলাই। তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ। ধর্মতলায় এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার বিকেলেই ২১-এর মঞ্চ পরিদর্শন করতে এসেছিলেন খোদ তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি। তবে যাওয়ার আগে সর্বসাধারণের উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে গেলেন মমতা। বললেন, ”আমাদের এখানে কেউ নেতা নন, সবাই কর্মী।”
প্রতি বছর ২১ জুলাই দিনটি ঘটা করে পালন করে তৃণমূল কংগ্রেস। তবে মমতার কথায়, এটা শুধু রাজনৈতিক কোনও সমাবেশ নয়। তাহলে এই দিনটিকে কী হিসেবে দেখেন তিনি? মমতা বলেন, ”২১ জুলাইয়ের আন্দোলনে যারা শহিদ হয়েছিলেন তাঁদের সম্মানে এই দিনটি পালন করি। তাঁদের সকলকে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। আর আমাদের যত নির্বাচন হয় তার ফলের পর মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানাতে এই দিনটিকে বেছে নিই।” মমতার কথায়, দলের তরফে মঞ্চ ছাড়া একুশে জুলাইয়ে কিছুই করা হয় না। দলীয় কর্মী-সমর্থকরা নিজেরাই নিজেদের টানে ছুটে আসেন বিভিন্ন জেলা থেকে।
আগেই জানা গেছিল, ২১ জুলাইয়ের সভায় রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে মঞ্চে থাকতে পারেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তৃণমূল নেত্রী নিজেও সে ব্যাপারে জানিয়েছেন। সংবাদমাধ্যমে মমতা বলেন, ”আমরা প্রতিবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। এবার আবহাওয়া ভাল থাকলে অখিলেশ আসবে। ওঁকে আমি নিজে আমন্ত্রণ জানিয়েছি।” তিনি এও দাবি করেছেন, ২১-র সভা শুধু রাজনৈতিক নয়, বাংলা তথা দেশের অস্তিত্ব এবং বাংলা-মাকে রক্ষা করার সভাও। রাজ্য সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক হবিবুর রহমান খান অবশ্য জানিয়ে দিয়েছেন, রবিবার বেলা ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন দলনেতা অখিলেশ। সপা নেতাকে স্বাগত জানাতে দলের কর্মী-সমর্থকরা বিমানবন্দরে যাবেন। অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টির রাজ্য কর্মী-সমর্থক ও নেতৃবৃন্দ ধর্মতলার উদ্দেশে যাত্রা করবেন। সেই সভার পর দলীয় স্তরে একটি বৈঠক হবে।
অনেক দূর থেকে বাসে বা ট্রেনে করে বহু কর্মী রবিবার শহরে আসবেন। তারা যাতে সকলে সাবধানে আসেন সেই বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, সকলের জীবনের নিরাপত্তা তাঁদের নিজেদের হাতেই আছে। রবিবার যাতে সব জায়গায় শান্তি বজায় থাকে এবং সকলে নিরাপদে আবার বাড়ি ফিরে যেতে পারেন সেই দিকে নজর রাখতে বলেছেন তিনি। একই সঙ্গে রেলকে খোঁচা দিয়ে তাঁর বক্তব্য, ”রেলের কথা তো সকলেই জানেন! ওদের ১৫ দিন আগে অনুরোধ করা হয়েছিল যাতে এই দিনটায় ট্রেন কোনওভাবে বাতিল করা না হয়। আশা করব, রবিবার রেল পরিষেবা ঠিক থাকবে।” যদিও রেল আগেই জানিয়েছে, শিয়ালদহ ডিভিশনে ২১ জুলাই কোনও ট্রেন বাতিল হচ্ছে না।