একুশে জুলাই একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ, রবিবার কোন রুট বন্ধ বা খোলা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পেরোলেই ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ। ইতিমধ্যেই একাধিক জেলা থেকে কলকাতা এসে পৌঁছেছেন তৃণমূলের কয়েক হাজার কর্মী-সমর্থক। একুশে জুলাইয়ের মঞ্চ বাঁধার কাজও প্রায় শেষের পথে। প্রতিবারের মতো এবারেও এই দিনটিতে শহরের রাস্তার যান চলাচল নিয়ন্ত্রিত হবে। কোন কোন রাস্তা বন্ধ থাকবে বা কোন রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ করবে পুলিশ তা জেনে নেওয়া প্রয়োজন।

চলতি বছর রবিবার একুশে জুলাই পড়ায় রাস্তায় যানবাহনের চাপ কিছুটা কম থাকবে বলেই মনে করছে পুলিশ। কিন্তু তাও একাধিক রাস্তায় নিয়ন্ত্রিত হচ্ছে যান চলাচল। তাই রবিবারও কোনও দরকারে রাস্তায় গাড়ি নিয়ে বেরলে জেনে নিতে হবে যে কোন রাস্তা দিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। প্রতিবারের মতো এবারেও যান চলাচল নিয়ন্ত্রিত হবে আর্মহার্স্ট স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণ), বিধান সরণি (কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড, দক্ষিণ থেকে উত্তর), কলেজ স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর), ব্রেবর্ন রোড (উত্তর থেকে দক্ষিণ), স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট, দক্ষিণ থেকে উত্তর), বিবি গাঙ্গুলি স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিম), বেন্টিঙ্ক স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর), নিউ সিআইটি রোড (পশ্চিম থেকে পূর্ব), রবীন্দ্র সরণি (বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট, দক্ষিণ থেকে উত্তর)।

কলকাতা পুলিশের পক্ষ থেকে এও জানানো হয়েছে, রবিবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত তাঁদের নিয়ন্ত্রণাধীন রাস্তায় কোনও ধরনের মালবাহী গাড়ি চালানো যাবে না। শুধু ছাড় পাবে দুধ, সিলিন্ডারবাহী গাড়ি, সব্জি ও ফলের গাড়ি। এছাড়া রবিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতর বা কাছাকাছি এলাকা তো বটেই হেস্টিংস ক্রসিং এবং ক্যাথিড্রাল রোডের মাঝে এজেসি বোস রোডের কিছু এলাকায়, হসপিটাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেনে গাড়ি পার্কিং করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *