পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের আওতায় আনার প্রক্রিয়া শুরু, আদালতে জানাল রাজ্য

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জাতীয় শিক্ষা নীতিতে পঞ্চম শ্রেণিকে প্রাথমিকে যুক্ত করার কথা বলা হয়েছিল আগেই। এবার এবিষয়ে পদক্ষেপ শুরু করল রাজ্য। শুক্রবার কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে একথা জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে জমা দেওয়া হলফনামায় রাজ্য জানিয়েছে, পঞ্চম শ্রেণিকেও প্রাথমিকের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। ২০২৫ থেকে ২০২৯ সালের মধ্যে পাঁচ দফায় সম্পূর্ণ করা হবে এই প্রক্রিয়া শুধু পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের আনা নয়, সেই সঙ্গে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, পরিকাঠামোগত মানোন্নয়নের কথাও আদালতকে জানিয়েছে রাজ্য।

জমা দেওয়া হলফনামায় রাজ্য জানিয়েছে, প্রথম দফায় ২৩৩৫টি স্কুল, দ্বিতীয় দফায় ১৭৭৫টি, তৃতীয় দফায় ২৯৬৬টি, চতুর্থ দফায় ১২ হাজার এবং পঞ্চম দফায় ১৩০৯৩টি স্কুলের পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের আওতায় আনা হবে। স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, রাজ্যে মোট প্রাথমিক স্কুলের সংখ্যা প্রায় ৪৯ হাজার। এর মধ্যে ২০১৮ সালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলে প্রাথমিকে পঞ্চম শ্রেণি যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়। প্রথম পর্যায়ে প্রায় ১৭ হাজার প্রাথমিকের সঙ্গে পঞ্চম শ্রেণি যুক্ত করাও হয়েছিল। এবার বাকিগুলিতেও পঞ্চম শ্রেণিকে যুক্ত করা হবে।

error: Content is protected !!