নিম্নচাপের জের, ২১ জুলাই বৃষ্টির পূর্বাভাস

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বঙ্গোপসাগরে নিম্নচাপের বলয় তৈরি হয়েছিল। ১৯ জুলাই তা গভীর নিম্নচাপে পরিণত হয়। এর জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শনিবার সকাল থেকেই কালো মেঘে ঢেকেছে আকাশ। আজ রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। ২১ জুলাই সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। উপকূল-সহ বঙ্গোপসাগরে রবিবার মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকতে পারে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস।