📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তিনি লতা মঙ্গেশকর । তাঁর সঙ্গে ভারতের অন্য কোনও শিল্পীর তুলনা করলে একেবারেই চলে না। এমনকি, পাশের দেশের মানুষরাও বলতেন, ভারতে সেই দুটি বিষয় রয়েছে যা গোটা বিশ্বে নেই। লতা মঙ্গেশকর তাঁর মধ্যে অন্যতম। এবার তাঁর সঙ্গেই তুলনা টানলেন কঙ্গনা রানাওয়াত !
অভিনেত্রী, নিজের মনের কথা বলতে একদম পিছপা হন না। কারণ, তিনি বরাবর বেশ ঠোঁটকাটা। আম্বানি পরিবারের বিয়েতে যেখানে সারা দেশ এবং বিদেশ উপস্থিত সেখানেও তাঁকে দেখা যায়নি। এবার, সেই বিয়েতে পারফর্ম করার বিষয়েই তিনি আওয়াজ তুলেছেন। কেন? শ্রেয়া ঘোষাল থেকে অরিজিৎ সিং , দিলজিৎ সকলেই গেয়েছেন সেই অনুষ্ঠানে। কঙ্গনা তুলনা টেনে বললেন, লতাজি কোনওদিন কোটি টাকার বিনিময়েও বিয়ের অনুষ্ঠানে গিয়ে গান গাইতেন না।আর এখানেই নাকি তাঁর সঙ্গে অনেক মিল রয়েছে ভারতের নাইটিঙ্গেলের। কেন? কঙ্গনা বলেন.. “আমার যে অর্থাভাব গিয়েছে, তারপরেও কোনও বিয়েতে গিয়ে আমি নাচি নি। লতাজি এবং আমার মধ্যে একটা মিল রয়েছে। দুজনের অনেক হিট গান রয়েছে। এটা আমাদের ক্রেডিট যে অনেক অফার অনুরোধ পাওয়ার পরেও আমরা কোনও বিয়ের অনুষ্ঠানে গিয়ে নাচ গান করিনি।”