ফের বেলাইন রেল, উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস, মৃত ৪

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রেল যাত্রার বিভীষিকা কাটার নাম নেই। এবার উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা। লাইনচ্যুত চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ট্রেনটির ১০ থেকে ১২টি কামরা। মৃত্যু হয়েছে ৪ জন যাত্রীর। আহত বহু। মৃতের সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

গত ১৭ জুন উত্তরবঙ্গের চটেরহাট এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ওই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘার গার্ড এবং মালগাড়ির চালক-সহ মোট ১০ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ৫০ জন। সেই বিভীষিকা ভোলার আগেই দুর্ঘটনাগ্রস্ত হল ডিব্রুগড় এক্সপ্রেস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ট্রেনটি। মাঝপথে উত্তরপ্রদেশের গোন্ডায় ঝুলাহি স্টেশনের কাছে এক্সপ্রেস ট্রেনটির ১০-১২টি কামরা লাইনচ্যুত হয়। এর মধ্যে ৩টি কামরা সম্পূর্ণভাবে উলটে যায়। এর ফলে মৃত্যু হয়েছে ৪ জন যাত্রীর। আহত বহু। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। জুনের পর জুলাই মাসে ফের দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

error: Content is protected !!