📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এখনও শ্রীলঙ্কা সফরের জন্য টিম ইন্ডিয়ার প্রথম একাদশ ঘোষণা করা হয়নি। কয়েকদিন আগেই রাহুল দ্রাবিড়ের পর গৌতম গম্ভীর ভারতের প্রধান কোচ হয়েছেন। কিন্তু, টিম ইন্ডিয়ার টি-২০ দলের অধিনায়ক হবেন কে? এই পদের জন্য হার্দিক পান্ডিয়ার নাম শোনা যাচ্ছে। কখনও আবার সূর্যকুমার যাদব এগিয়ে যাচ্ছেন হার্দিকের থেকে।
ইতিমধ্যেই, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। রোহিত শর্মার অনুপস্থিতিতে হার্দিক পান্ডিয়া ধারাবাহিক ভারতীয় টিমের নেতৃত্ব দিয়েছেন। রোহিতের জায়গায় টি-২০ ক্রিকেটে দলের অধিনায়ক হতে চলেছেন হার্দিকই, ধরে নেওয়া হয়েছিল এমনটাই। কিন্তু এখন ছবিটা বদলে গিয়েছে। সূর্যকুমার যাদব হঠাৎ করেই হার্দিককে টেক্কা দিয়ে এগিয়ে চলেছেন।
২৭ জুলাই থেকে পাল্লেকেলে ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ শুরু হবে। দুই দলের তিনটি টি-২০ ম্যাচের পর রয়েছে ৩টি ওডিআই ম্যাচও। এই সিরিজে এবং তারপর থেকে সূর্যকুমার যাদবকেই টি-২০ ফর্ম্যাটে ভারতের নেতা হিসেবে দেখা যেতে পারে বলেই শোনা যাচ্ছে।
নামপ্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, “রোহিত শর্মা নেতৃত্বে থাকাকালীন হার্দিক ছিলেন সহ-অধিনায়ক। তিনি সম্পূর্ণ ফিট আছেন এবং ৩ ম্যাচের টি-২০ সিরিজে পাওয়াও যাবে। দলকে নেতৃত্বও দেওয়ার কথা ছিল তাঁর, কিন্তু মনে হচ্ছে শুধু শ্রীলঙ্কা সিরিজের জন্যই নয়, ২০২৬-এর বিশ্বকাপ পর্যন্ত সূর্যকুমার-ই দক্ষ নেতা হতে চলেছেন।”