বউভাতে সাবেকি সাজে সোহিনী, শোভনকে কী কথা দিলেন অভিনেত্রী?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত ১৫ জুলাই শহর থেকে কিছুটা দূরে বাওয়ালি ফার্মহাউসে বসেছিল শোভন-সোহিনীর বিয়ের আসর। কাছের বন্ধু আর আত্মীয়দের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েছেন। এবার বউভাতের পালা। বুধবার দুপুরে শোভনের বেলুড়ের বাড়িতে ঘরোয়া ভাবে এই বিশেষ আয়োজন করা হয়েছিল।

বুধবারের সন্ধ্যেয় প্রকাশ্যে এল শোভন-সোহিনীর বউভাতের ছবি। যেখানে দেখা যাচ্ছে, সোহিনীর পরনে ছিল হালকা পিঁয়াজ রঙের কাতান বেনারসি শাড়ি। সঙ্গে রয়েছে সাবেকি গয়না। তাঁর গলায় ছিল বিয়ের দিনের সোনার ডোকরা নেকলেস। কপালে ছোট্ট টিপ। আর টিপের চারদিকে চন্দনের কলকা।

শোভনের লুকও ছিল আদ্যোপান্ত ট্র্যাডিশনাল। তাঁর পরনে ছিল সাদা ধুতি-পঞ্জাবি। আর সঙ্গে ম্যাচিং করা মাল্টিকালার জ্যাকেট। দুজনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সোহিনী। ক্যাপশনে লিখেছেন, ‘আগলে রাখবো যত্নে থাকবো’।

বউভাতের অনুষ্ঠান ঘরোয়াভাবে হলেও, মেনুতে ছিল রকমারি বাঙালি পদ। যার মধ্যে ছিল, ভাত, ডাল, বেগুনি, পুঁইশাকের ছ্যাঁচড়া, ইলিশ সরষে, মাটন, চাটনি, পাপড় আর শেষপাতে দুই রকমের মিষ্টি সন্দেশ এবং কমলাভোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *