‘ডিভোর্স দিলাম, ডিভোর্স দিলাম, ডিভোর্স দিলাম!’ ইনস্টাগ্রামে বিয়ে ভাঙলেন দুবাইয়ের রাজকুমারি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এমনিতেই ‘তিন তালাক’ নিয়ে রয়েছে বিতর্ক। মৌখিকভাবে তিনবার তালাক বলে দিলেই কি বিচ্ছেদ হয়ে যেতে পারে, এই নিয়ে প্রশ্ন উঠেছে বারবারই। এবার আর তিনবার তালাক বলার ধারও ধারলেন না তিনি। ইনস্টাগ্রামে লিখে দিলেন, তালাক তালাক তালাক! এভাবেই সেরে ফেললেন বিবাহবিচ্ছেদ। তিনি শাইখা মাহরা বিন্ত মহম্মদ বিন রশিদ আল মখতুম। তাঁর পরিচয়, তিনি দুবাইয়ের রাজকুমারি।

গত বছর মে মাসে বিয়ে হয় তাঁর। মাত্র দু’মাস আগেই সন্তানের জন্ম দিয়েছেন রাজকুমারি। এর পরেই স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন তিনি। শুধু তাই নয়, কেন তিনি বিচ্ছেদ করলেন, সেই কারণও জানালেন। জানালেন, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন তাঁর স্বামী।

সংযুক্ত আরব আমিরশাহির শাসক, ভাইস প্রেসিডেন্ট তথা দুবাইয়ের রাজা মহম্মদ বিন রশিদ আল মখতুমের মেয়ে, শাইখা মাহরা বিন্ত। তিনি এর আগেও একাধিকবার নানা প্রথা ভেঙে, নারীবাদী অবস্থান নিয়ে, সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন। ব্রিটেনের বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক কূটনীতি নিয়ে পড়াশোনা করেছেন। কলেজের ডিগ্রিও রয়েছে তাঁর। তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত।

আজ, বুধবার ইনস্টাগ্রামে ডিভোর্স ঘোষণা করেন মাহরা। তিনি লেখেন, ‘প্রিয় স্বামী, তুমি তো অন্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত রয়েছো, তাই বিবাহবিচ্ছেদের ঘোষণা করলাম আমি। তোমাকে ডিভোর্স দিলাম, তালাক তালাক তালাক। ভাল থেকো, নিজের যত্ন নিও। তোমার প্রাক্তন স্ত্রী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *