কলকাতার যুবক পাকাপাকিভাবে থাকতে চান বেঙ্গালুরুতে, চাকরি নয় কারণ অন্য! ভাইরাল টুইট

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ইতিমধ্যে শ্রাবণ মাস ঢুকে গিয়েছে রাজ্যে। কিন্তু তাতেও বৃষ্টির দেখা নেই। প্যাচপ্যাচ গরমে এখনও ভুগতে হচ্ছে বাঙালিকে। এরই মধ্যে একটি টুইট ঘিরে হইচই শুরু হয়েছে।

অনুরাগ দাস নামে এক যুবকের নামের রয়েছে একটি টুইটার হ্যান্ডেল। ওই অ্য়াকাউন্ট থেকে একটি টুইট করা হয়েছে। সেখানে অনুরাগ দাস নামের ওই যুবক জানিয়েছেন গরমের জন্য পাকাপাকিভাবে বেঙ্গালুরুতে থাকতে চান তিনি। কারণ ইতিমধ্যে Phd করতে সেখানে গিয়েছেন তিনি। সেখানকার মনোরম আবহাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ওই টুইটটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ১৪ জুলাইয়ের করা ওই টুইটটি ৪৮ ঘণ্টায় ৮৮ হাজারেরও বেশি ব্যবহারকারী সেটি দেখেছেন। অনেকে কমেন্টও করেছেন।