📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গতকাল এক অভূতপূর্ব সন্ধ্যের সাক্ষী থাকলো শিল্প শহর আসানসোল। কালচারাল এন্ড লিটেরারি ফোরাম অফ বেঙ্গলের পক্ষ থেকে, শহরের গুজরাটি ভবনে বসেছিল কবিতার আসর। এই উৎসবে যোগ দিয়েছিলেন শিল্প শহর প্রথম সারির ৬০ জন শিল্পী এবং সাহিত্যিক বন্ধুরা। হিন্দি, উর্দু এবং বাংলা তিন ভাষাতেই কবিতা পরিবেশিত করেন আগত শিল্পীরা। কালচারাল ফোরামের সভাপতি তথা প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিউয়ারি -র উদ্যোগে, গতকালের সুন্দর অনুষ্ঠানে খুশি অংশগ্রহণকারী শিল্পী থেকে অতিথি সকলেই।
তাঁদের সকলের মুখে একটাই কথা – আসানসোল শহরে, এই অনুষ্ঠান সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করল। এই ধরনের অনুষ্ঠান, আরও করতে হবে।