ধুতি পরে মলে কেন? ছেলের সঙ্গে সিনেমার টিকিট কেটেও ঢুকতে পারলেন না প্রৌঢ়, প্রকাশ্যে ভিডিও

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ছেলের সঙ্গে সিনেমা দেখতে এসেছিলেন। কিন্তু টিকিট কেটেও ঢুকতে পারলেন না কৃষক বাবা। ধুতি পরায় তাঁকে শপিং মলে ঢুকতে দেননি নিরাপত্তারক্ষীরা। বেঙ্গালুরুর সেই ঘটনায় বিতর্ক দানা বেঁধেছে।

আজকাল শপিং মলে ফ্যাশন দুরস্ত জামাকাপড় পরে ঘুরে বেড়ানো, গুচ্ছের ছবি তোলা খুবই পরিচিত দৃশ্য। তাই বলে কে-কী পোশাক পরে আসবে তা কি শপিং মলই ঠিক করে দেবে! সাম্প্রতিক একটি ঘটনায় সেই প্রশ্নই মাথাচাড়া দিয়েছে। ২০১৭ সালে ধুতি পরায় কলকাতার এক রেস্তোরাঁ এবং অভিজাত মলে ঢুকতে বাধা দেওয়ার ঘটনা সামনে আসে। এবার একই ধরনের ঘটনা ঘটল বেঙ্গালুরুতে। পোশাকের জন্য বেঙ্গালুরুর শপিং মলে প্রবেশ করতে বাধা দেওয়া হয় এক প্রৌঢ়কে |

নিরাপত্তারক্ষীদের কাছে কাকুতি – মিনতি করেও লাভ হয়নি। মল সুপারভাইজারও বাবা ও ছেলের অনুরোধে কর্ণপাত করেননি বলে অভিযোগ। মল কর্তৃপক্ষের স্পষ্ট দাবি ছিল, ধুতির বদলে প্যান্ট না পরলে ঢুকতে দেওয়া হবে না। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। জানা গেছে, ছেলের সঙ্গে সিনেমা দেখবেন বলে বেঙ্গালুরুর শপিং মলে টিকিট কাটা ছিল ওই প্রৌঢ়ের। কিন্তু ধুতি পরায় তাঁকে শপিং মলে প্রবেশে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। নেটদুনিয়ায় ঘটনাটির ভিডিও প্রকাশ্যে আসতেই জোর সমালোচনা শুরু হয়।

প্রৌঢ়ের ছেলে পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে নেটমাধ্যমে প্রকাশ করেন। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও। যা দেখে ক্ষেপে লাল নেটিজেনরা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকেই শপিং মল কর্তৃপক্ষের এমন নিয়মের বিরুদ্ধে সরব হয়েছেন। এদিকে শোরগোল পড়ে যেতে শেষ পর্যন্ত বাবা-ছেলেকে মলে ঢুকতে দেওয়া হয়। তাঁদের কাছে ক্ষমাও চেয়ে নেন কর্তৃপক্ষ।

error: Content is protected !!