লোকসভা ভোট মিটতেই ফের ম্যাথু স্যামুয়েলকে তলব সিবিআইয়ের, এবার কি হাজিরা দেবেন নারদ কর্তা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোট মিটতেই নারদ কেলেঙ্কারি নিয়ে সক্রিয় সিবিআই। ম্যাথু স্যামুয়েলকে ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ২৯ জুলাই বেঙ্গালুরুর সিবিআই অফিসে নারদ কর্তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি স্যামুয়েলকে একটি নোটিস পাঠিয়েছে সিবিআই। সেখানে বলা হয়েছে, ২৯ জুলাই তাঁকে হাজির থাকতে হবে। নারদ কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে নতুন করে কিছু তথ্য প্রমাণ এসেছে। আর সেই সূত্র ধরেই স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

এবারেও ম্যাথু স্যামুয়েল হাজিরা দিতে পারবেন না। নারদ কর্তা জানিয়েছেন, নির্বাচনের খবর করতে তিনি আমেরিকায় রয়েছেন। ২৯ জুলাই আমেরিকাতেই থাকবেন। তাই ওই দিন তাঁর পক্ষে সিবিআইয়ের তলবে হাজিরা দেওয়া সম্ভব নয়। দেশে ফেরার পর তিনি হাজিরা দিতে পারেন। এর আগে লোকসভা ভোটের মুখে গত মার্চ মাসে ম্যাথুকে তলব করেছিল সিবিআই। কলকাতার নিজাম প্যালেসে গত ৪ এপ্রিল তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে সেবারও হাজিরা এড়িয়ে গিয়েছিলেন স্যামুয়েল।

২০১৬ সালের ১৭ জুন নারদ স্টিং অপারেশনে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ জুন ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় এফআইআর দায়ের করেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। যার জেরে ২৩ জুন ম্যাথুকে সমন পাঠায় কলকাতা পুলিশ। এদিকে গ্রেফতারির আশঙ্কায় ২০১৬ সালের ২৫ জুলাই হাইকোর্টটের দ্বারস্থ হন ম্যাথু। ওই বছরেই অগাস্টের ৫ তরিখ ম্যাথুর বিরুদ্ধে যাবতীয় পুলিশি পদক্ষেপে স্থগিতাদেশ দেয় আদালত। তার পরের বছর অর্থাৎ ২০১৭ সালের মার্চে নারদকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত।

এদিকে নারদকাণ্ডে পরবর্তী সময়ে সিবিআইয়ের পাশাপাশি তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। ঘটনায় চলতে থাকে ধরপাকড়ও। সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৎকালীন বর্ধমানের পুলিশ সুপার এসএমএইচ মির্জা। পরবর্তীকালে ২০২১ সালে এই মামলায় গ্রেফতার করা হয় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্রকে। পরে অবশ্য জামিন পান তারা। এবার চব্বিশের লোকসভা ভোটের আগে থেকে ফের নতুন করে সক্রিয় হয়ে উঠেছে সিবিআই।

error: Content is protected !!