ডিজি পদে ফিরে জেসিবি, জায়ান্টদেরই প্রচ্ছন্ন বার্তা রাজীবের?


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্য পুলিশের ডিজি পদে পুনর্বহাল হওয়ার ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই নবান্নে সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দিলেন রাজীব কুমার। মঙ্গলবার তিনি বলেন, ‘‘কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনও রকম সুযোগ দেওয়া হবে না।’’ অনেকেই মনে করছেন, রাজীবের ওই বার্তা আদতে রাজ্যের বিভিন্ন এলাকায় নিজেদের মতো বিচারসভা চালানো জেসিবি, জায়ান্টদের মতো শাসকদলের প্রভাবশালী ‘দাদা’দের জন্যই। যদিও রাজীব কথাটি কাদের উদ্দেশে বলেছেন তা স্পষ্ট করেননি।

error: Content is protected !!