📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এবার পশ্চিম পুটিয়ারীর পল্লী উন্নয়ন সমিতি ক্লাবের পুজো ৭০ তম বর্ষে পদার্পণ করলো যার শুভ সূচনা খুটিপূজোর মাধ্যমে গতকাল হলো ।এবছর তাদের শিল্পী শ্রী সোমনাথ তামলি কাজ করছেন এবং প্রতিমা তে এবার বিশেষ চমক আছে ।ইতিমধ্যে পুজোর কাজ শুরু হয়ে গেছে প্রায় ১ মাস হলো শিল্পীর ওয়ার্কশপ এ । মাঠে কাজ ও আর কিছুদিনেই শুরু হতে চলেছে। অর্থাৎ উল্টোরথের প্রাক্কালে তাদের পুজোয় ঢাকের কাঠি পরে গেল।