‘দেখা হওয়ার এক বছরে..’ ,গাঁটছড়া বাঁধলেন সোহিনী-শোভন,

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: যাবতীয় জল্পনার অবসান। পরিবার-বন্ধুদের সাক্ষী রেখে বিয়ে করলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সন্ধে বাওয়ালি ফার্মহাউসে সেজে ওঠে নায়িকা-গায়কের বিয়ের আসর। প্রেমের এক বছরের মাথায় গাঁটছড়া বাঁধলেন তাঁরা। সইসাবুদ করে আইনিভাবে বিয়ের পর পোস্ট করলেন শুভ পরিণয়ের ছবি।

গত বর্ষায় প্রথম আলাপ হয়েছিল অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের। বছর ঘুরে বৃষ্টি নামতেই হল শুভ পরিণয়। রেজিস্ট্রির পর একে একে সিঁদুরদান, মালাবদল সবই হয়। এদিনের নিমন্ত্রিতদের তালিকায় টলিউড তারকার সংখ্যা ছিল হাতেগোনা, নিছকই পরিমিত আয়োজনে বিয়ে সারলেন সোহিনী ও শোভন।

কালচে মেরুন রঙের বেনারসি শাড়ি, ঘিয়ে রঙা ব্লাউজ, সঙ্গে মানানসই গয়না এবং হালকা মেকআপে বিয়ের সাজে ধরা দেন সোহিনী। বধূবেশে নায়িকার খোঁপায় ছিল ফুলের মালা। রং মিলিয়ে ঘিয়ে কালচে মেরুন সুতোর কাজের পাঞ্জাবী পরেন শোভন।

সোহিনীর সিঁথিতে সিঁদুর পরিয়েই কপালে আদুরে চুম্বন দেন শোভন। তারপর বিয়ের গানেই নেচে ওঠেন নবদম্পতি। এদিন রাতে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করেন দম্পতি। বিয়ের ছবির সঙ্গেই লেখেন, ‘দেখা হওয়ার এক বছরে, একই সাথে একই ঘরে’।

error: Content is protected !!