📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোর বয়স সবে তিন বছর। অল্প সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই দুর্গা পুজো। শনিবার উল্টো রথের শুভ মুহূর্তে, খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গোৎসবের শুভ সূচনা হয়ে গেল। নিউটাউন সর্বজনীনের এবারের ভাবনা ‘মৃচ্ছকটিকম’ শিল্পী অনির্বাণ দাসের ভাবনায় সেজে নিউটাউন সিটি স্কোয়ারের ময়দান।
সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, টলি তারকা অপরাজিতা আঢ্য, মানসী সিনহা সহ আরো অনেকে।