শান্তিতে ঘুমের পক্ষে রায় হাই কোর্টের


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাতে শান্তিতে ঘুমনোর পক্ষে রায় দিল কলকাতা হাই কোর্ট। মুর্শিদাবাদে শমসেরগঞ্জের বাসন কারখানা ১৫ দিনের মধ্যে সরানোর নির্দেশ দিল উচ্চ আদালত। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, ওই এলাকা থেকে বাসন কারখানা সরিয়ে ফেলতে হবে। কারখানার মালিককে ১৫ দিনের মধ্যে কারখানা অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমতি রয়েছে এবং বাসিন্দাদের আপত্তি নেই, এমন এলাকায় কারখানা করা যেতে পারে। পাশাপাশি, আদালত জানায়, আপাতত ওই কারখানায় বন্ধ থাকবে বাসন উৎপাদন।

error: Content is protected !!