📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কান ঘেঁষে চলে গিয়েছে গুলি। উসকে উঠেছে কেনেডি হত্যার স্মৃতি। কিন্তু পেনসেলভেনিয়ার নির্বাচনী প্রচারে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালাল কে ? প্রাথমিক তদন্তের পর মার্কিন তদন্তকারী সংস্থা FBI দাবি করেছে আততায়ীর নাম ম্যাথু ক্রুক। ২০ বছরের এই যুবক তাক করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্টকে। নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে প্রাণ হারিয়েছেন এই যুবক।
এই ঘটনার ঘোর এখনও কাটেনি মার্কিন মুলুকে। এক বিবৃতিতে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভাগ্যের জোরে আজ তিনি বেঁচে আছেন। তবে আততায়ীকে তিনি দেখেননি বলেই দাবি করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট। FBI দাবি করেছে, প্রাক্তন প্রেসিডেন্টের প্রাণ নিতেই বাটলারের ওই জনসভায় হাজির হয়েছিল ক্রুক।
এদিকে, পেনসেলভিনিয়ার এই ঘটনায় হতবাক বিশ্ব রাজনীতি। ট্রাম্পের এই ঘটনার পর একযোগে নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আর এক প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। দু জনেই জানিয়েছেন, এই ঘটনা নিন্দনীয়। কাপুরুষের মতো কাজ করা হয়েছে। আমেরিকা এই ঘটনা বরদাস্ত করে না।
পেনসেলভেনিয়ার এই ঘটনায় স্তম্ভিত দিল্লিও। এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তাঁর বন্ধু ট্রাম্পকে যে ভাবে আক্রমণ করা হয়েছে, তার কড়া ভাষায় নিন্দা করেন তিনি। গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই, কোনও দিন থাকবে না। শুধু দিল্লি নয়, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের উপর আততায়ী হানার কড়া ভাষায় নিন্দা করেছে মস্কো ও বেজিং।
তবে মার্কিন ইতিহাসে ডোনাল্ডো ট্রাম্প প্রথম ব্যক্তি নন, যাঁর উপর নির্বাচনী প্রচারে হামলা চালানো হল। ইতিহাস বলছে, প্রেসিডেন্ট অবস্থায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন-সহ আরও অনেকে। ওই পরিস্থিতিতে নিজেকে সামলে রাখার জন্য ইতিমধ্যে মার্কিন মুলুক ট্রাম্পের সাহসকে কুর্নিশ জানিয়েছে। আর কয়েক মাস পরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। এই ঘটনার প্রভাব কী পড়বে ভোটে ? অপেক্ষায় কূটনৈতিক মহল।