📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ট্রেন চালকদের জন্য অত্যাধুনিক বিশ্রামাগারের ব্যবস্থা করা হল বর্ধমান স্টেশনে। এমনটাই জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। মূলত লোকো পাইলটদের মানসিক চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকাতেই রয়েছে রেলের বিশেষ রানিং রুম। সেখানেই এই অত্যাধুনিক ব্যবস্থা করা হয়েছে। ওই রেস্ট রুমে রয়েছে ধ্যান কক্ষ, আরামদায়ক সোফা, হালকা বিশ্রাম নেওয়ার জন্য বিছানা, বিভিন্ন ধরনের খাবার পরিবেশনের জন্য অত্যাধুনিক কিচেন।
এবিষয়ে রেলের তরফে জানানো হয়েছে, দীর্ঘ সময় ধরে ট্রেন চালনোর পর মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত থাকেন চালকরা। সেই ক্লান্তি কাটাতেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে নির্দিষ্ট সময় পর চালকরা বিশ্রাম নিতে পারবেন। পুরো বিশ্রামাগারটি শীতাতপ নিয়ন্ত্রিত।
শুধু বর্ধমান নয়, হাওড়া, শেয়ালদহ, আসানসোল, রামপুরহাট, বোলপুর সহ মোট ২৬টি জায়গায় এই বিশ্রামাগারের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি নিয়োগের বিষয়েও জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তাঁর বক্তব্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারা দেশে ১৮ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।