📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আকাশছোঁয়া দাম নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর কলকাতা থেকে জেলার বাজারগুলিতে টাক্স ফোর্স অভিযানে নামতেই কাঁচা আনাজের দাম কিছুটা কমেছে। তবে ব্যবসায়ীরা লাভের অন্য ফন্দি এঁটেছেন বলে অভিযোগ ক্রেতাদের।
শুধু তাই নয়, একটি বাজারের সঙ্গে অন্য বাজারের সবজির দামেও বিস্তর ফারাক। উত্তর কলকাতার তুলনায় দক্ষিণ কলকাতার বাজারগুলিতে সবজির দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। একই ছবি জেলায় জেলায়। একই সবজি বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন দামে।
গত ৯ জুলাই সবজির দাম বৃদ্ধি নিয়ে নবান্ন থেকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন বাজারে কেজি প্রতি বেগুনের দাম ছিল ২০০ টাকা। একইভাবে উচ্ছে ১২০ টাকা, টমেটো ৮০ টাকা বিক্রি হচ্ছিল। অন্যদিকে পটল বিক্রি হচ্ছিল ২০ টাকায়, কুমড়ো ৬০ থেকে ৭০ টাকায়। প্রশাসনের লাগাতর অভিযানে কিছু সবজির দাম যেমন কমেছে তেমনই কিছু সবজির দাম আবার দ্বিগুণ, কোনওটার তিনগুণ বৃদ্ধি হয়েছে।
ক্রেতাদের অনেকের কথায়, নিজেদের লাভের অঙ্ক ঠিক রাখতে নয়া ফন্দি এঁটেছেন ব্যবসায়ীদের একাংশ। বেগুনের দাম ২০০ থেক ১০০ তে নামলেও পটল, কুমড়োর মতো আনাজের দাম রাতারাতি বেড়ে গিয়েছে অনেকটাই। ২০ টাকার পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায় আবার ৭০ টাকার কুমড়ো ১১০ থেক ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এভাবেই নিজেদের লাভের অঙ্ক অক্ষত রেখেছেন ব্যবসায়ীরা।
অভিযানের পর লঙ্কা, টমেটোর দাম গত দু’দিনে কিছুটা কমলেও ফের তা আগের অঙ্কে পৌঁছে গেছে বলে ক্রেতাদের দাবি। সাধারণ মানুষের জন্য কলকাতা সহ জেলায় সুলভ মূল্যে সবজি বিক্রির ব্যবস্থা করলেও অধিকাংশ ক্ষেত্রে সেখানে দোকান খোলার সঙ্গে সঙ্গে তা শেষ হয়ে যাচ্ছে কিন্তু সকলে সেই সুবিধা পাচ্ছেন না। বিক্রি শুরু হতেই সবজি শেষ হয়ে যাচ্ছে। ফলে অনেকেই সুলভ মূল্যের সবজি পাচ্ছেন না।
আবার জেলার বাজারগুলিতেও টাস্ক ফোর্সের কর্মীরা চলে যেতেই দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগও উঠছে। টাস্ক ফোর্স অবশ্য জানিয়েছে, অভিযান নিয়মিত চালানো হবে। সুনির্দিষ্ট অভিযোগ এলে ব্যবস্থাও নেওয়া হবে।