১০০০ কোটির ক্লাবে ‘কল্কি’, হিন্দি ছাড়াও কোন ভাষায় কত আয়?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা অভিনীত ‘কল্কি 2898 এডি’ বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করছে। মাত্র ১৫ দিনে এর বিশ্বব্যাপী সংগ্রহ ১০০০কোটির ক্লাবে পৌঁছেছে। নাগ অশ্বিনের পরিচালনায় তৈরি এই সায়েন্স-ফিকশন রীতিমতো টেক্কা দিচ্ছে দক্ষিণের ছবিগুলিকে।

ট্র্যাক ওয়েবসাইট সাকনিল্ক অনুসারে, ‘কল্কি’ ১৫ তম দিনে ঘরোয়া বক্স অফিসে ৬.৭ কোটি টাকা আয় করেছে। ১৪ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত আয় প্রায় ১০ শতাংশ কমেছে। তা সত্ত্বেও, এটি ভারতে ৫৪৩.৪৫ কোটি টাকা সংগ্রহ করেছে। যার মধ্যে তেলুগু সংস্করণ ২৫৩.৮৫ কোটি টাকা আয় করেছে, তামিল সংস্করণ ৩২.২ কোটি রুপি আয় করেছে, হিন্দি সংস্করণ ২৩২.৯ কোটি টাকা আয় করেছে, কন্নড় সংস্করণ ৪.৫ কোটি টাকা এবং মালায়ালাম সংস্করণ ২০ কোটি টাকা আয় করেছে। কল্কি’ ছবিতে অমিতাভ বচ্চনের চরিত্রটিও প্রশংসিত হচ্ছে। অমিতাভের কেরিয়ারের সবচেয়ে বড় ছবি হয়ে উঠেছে ‘কল্কি’। বাহুবলীর পর প্রভাসের সফল ছবিগুলির মধ্যে এটি একটি।