কাশী বোস লেন, রাস্তা খুঁড়তেই মহিলার দেহ, তদন্তে পুলিশ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতার কাশী বোস লেনে রাস্তা খুঁড়তেই বেরিয়ে এল মহিলার দেহ। কার দেহ, কে সেখানে রেখে গিয়েছেন, খোঁজ করছে পুলিশ। আপাতভাবে দেহ বেশি পুরনো নয় বলেই মনে করা হচ্ছে। উত্তর কলকাতার এমন ব্যস্ত এলাকায় দেহ কী ভাবে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। কত দিন ধরেই বা এই দেহ রয়েছে, সেই প্রশ্নও উঠেছে। মৃত পুরুষ নাকি মহিলা, মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত বিশেষজ্ঞ নিশ্চিত করেছেন যে, রাস্তা খুঁড়ে যে দেহ মিলেছে, তা এক জন মহিলার। মৃতার বয়স ৪০ থেকে ৪৫ বছর। দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি।

পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয়দের থেকে খবর পেয়ে দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ কাশী বোস লেন এবং বিধান সরণির ক্রসিংয়ে রাস্তা খনন করা হয়। খনন করতেই বেরিয়ে আসে পচাগলা দেহ। দিন কয়েক আগে ওই এলাকায় জল সরবরাহের জন্য কাজ করছিল কলকাতা পুরসভা। তখন খনন করা হয়েছিল রাস্তা। কী ভাবে সেখানে দেহ এল, সেই প্রশ্নই উঠছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে ওই এলাকায় গন্ধ বার হচ্ছিল। তখন পুলিশকে বিষয়টি জানানো হয়। স্থানীয় বাসিন্দা বেণীমাধব চৌধুরী বলেন, ‘‘শনিবার দুপুরে গন্ধ বার হচ্ছিল। কাছে গিয়ে দেখি দেহ পড়ে রয়েছে। এর পরেই ১০০ ডায়াল করে থানায় খবর দিই।’’ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। রাস্তার ওই অংশ ঘিরে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা বিনোদকুমার বারুই বলেন, ‘‘কিছু দিন আগে এই রাস্তা খুঁডে জল সরবরাহের জন্য কাজ হয়েছে। তার পর রাস্তায় মাটিচাপা দেওয়া হয়। ১০ তারিখ বৃষ্টি হয়। হতে পারে ধস নেমে ওই মহিলা পড়ে গিয়েছেন।’’ তিনি এ-ও দাবি করেছেন যে, পাশের গলিতেও ধস নেমে এ রকম গর্ত হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ‘‘হয়তো ঠিক করে কাজ করা হয়নি। শনিবার গন্ধ বার হচ্ছিল। পুলিশ এসে উদ্ধার করে দেহ। দু’-তিন দিন ধরে হয়তো দেহটি পড়ে ছিল।’’

error: Content is protected !!