‘অনেক চক্রান্ত হয়েছিল, পাশে আছে মানুষ’, ভোটের ফলাফল নিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চারটি বিধানসভা উপনির্বাচনে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের। আর এর পরেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, অনেক চক্রান্ত করা হলেও সবটাই রুখে দিয়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকতে হবে বলেও জানিয়েন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “অনেক চক্রান্ত হয়েছিল। একদিকে এজেন্সি, আর একদিকে বিজেপি। কিন্তু মানুষ সব রুখে দিচ্ছেন। আমাদের সামাজিক দায়বদ্ধতা বেড়ে গেল।” শনিবার চার বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ হয়। দেখা যায় চারটি কেন্দ্রেই বিপুলভাবে জিতেছে তৃণমূল কংগ্রেস। ২০২১ সালের নিরিখে ওই চারটি কেন্দ্রের মধ্যে শুধুমাত্র মানিকতলা কেন্দ্রটি ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। তবে বাগদা, রায়গঞ্জ এবং রাণাঘাট দক্ষিণ ছিল বিজেপির দখলে। কিন্তু ভোট ফল প্রকাশ হতেই দেখা যায়, ওই তিনটি কেন্দ্রই হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের।

যদিও বিজেপির তরফে জানানো হয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচন হলে কোনওভাবেই এই ফল হতো না। তাদের অভিযোগ, ব্যাপকভাবে ভোট লুঠ হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে দেওয়া হয়নি। একপ্রকার সন্ত্রাস করে জয় নিশ্চিত করেছে রাজ্যের শাসক দল। এদিকে উপনির্বাচনে নজর কেড়েছেন বাগদার তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। প্রয়াত সুব্রত মুখার্জির পর তিনিই কনিষ্ঠ বিধায়ক হলেন।

error: Content is protected !!