📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতা লিগের ডার্বিতে দুরন্ত ইস্টবেঙ্গল। তারা স্মরণীয় করে রাখল শনিবারের বিকেলের যুবভারতী। চির প্রতিপক্ষ মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে লাল হলুদ। এই ম্যাচটি ছিল লিগ ডার্বির শতবর্ষ। এমনিতেই লিগের ইতিহাসে ইস্টবেঙ্গল এগিয়ে ছিল, এই জয়ের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল লাল হলুদ বাহিনী। খেলার ৬৪ মিনিটের মাথাতেই দুই গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তারা গোল করেছে ৫০ এবং ৬৪ মিনিটে। গোলদাতা পিভি বিষ্ণু ও জেসিন টিকে। বিরতির পরে খেলা ধরে নিয়েছিলেন লাল হলুদ ফুটবলাররা। রীতিমতো কাঁপছে মোহনবাগান ডিফেন্স। মোহনবাগানের হয়ে একেবারে শেষে ব্যবধান কমিয়েছেন সুহেল ভাট।
প্রথম গোলের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের প্রথম টাচটা দুর্দান্ত ছিল। তাতেই কেটে যায় মোহনবাগান ডিফেন্স। তারপরে বিষ্ণুর গোল করাটা স্রেফ সময়ের অপেক্ষা ছিল। কাঁপিয়ে দিলেন মোহনবাগানের জাল। দ্বিতীয় গোলটি হয়েছে আমন ও জেসিনের সমঝোতার মাধ্যমে। গতকাল প্র্যাকটিসে দুইজনের মধ্যে ঝামেলা হয়েছিল। কিন্তু তাঁদের মধ্যে যে বন্ধুত্ব অটুট রয়েছে, সেটি বোঝা গিয়েছে। তাঁদের খেলা দেখে মনে হয়েছে একে অপরের পরিপূরক।
শুধু তাঁরাই নন, দলের বাকিরাও দারুণ ফুটবল উপহার দিয়েছেন ইস্টবেঙ্গলের। বরং মোহনবাগান ম্যাচে বেশি মিসপাস করেছে, তাতে খেলার সৃজনশীলতা নষ্ট হয়ে গিয়েছে। তাদের খেলা দেখে সমর্থকদের মন ভরেনি। এবার অবশ্য সিনিয়র দল নিয়ে ডুরান্ড কাপ খেলতে নামবে দুই দলই। সেখানেই আসল পরীক্ষা দুই বড় দলের।