সবুজ কেটে, ক্রিকেট নয় – কড়া অবস্থান আদালতের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবীন্দ্র সরোবরে তারকা ক্রিকেট একাডেমির জন্য থাকবে না কোনো ড্রেসিং রুম,ওয়াশরুম,প্যাভিলিয়ন – সম্প্রতি এই মর্মে কেএমডিএ ও কলকাতা এন্টারটেইনমেন্ট ক্লাব ফাউন্ডেশন এর মধ্যে ৮৩১১ টাকার বিনিময়ে একটি চুক্তি সাক্ষরিত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

সম্প্রতি জাতীয় পরিবেশ আদালত জানান, রবীন্দ্র সরোবরের জমিতে কোনো স্থায়ী বা অস্থায়ী কাঠামো নির্মাণ করা যাবে না। এই বিষয় পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন ঘোষ বলেন – সেলিব্রিটিদের ক্রিকেট অনুশীলনের জন্য ড্রেসিং রুম,ওয়াশরুম, প্যাভিলিয়ন অবশ্যই দরকার। তিনি আরও জানান, রবীন্দ্র সরোবর থেকে ঢিল ছোড়া দূরত্বে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে খেলার সমস্ত রকম সুবিধা থাকা সত্ত্বেও, কেনো ওখানে এই খেলার ব্যবস্থা করা হচ্ছেনা।

এই বিষয়ে, ইতিমধ্যেই তিনটি জনস্বার্থ মামলা জাতীয় পরিবেশ আদালতে দাখিল হয়েছে এবং দুটো জনস্বার্থ মামলা হাইকোর্টে দায়ের হয় পরিবেশ কর্মীদের পক্ষ থেকে। কিছুদিন আগেই, হাইকোর্ট নির্দেশ দেন – মামলা চলাকালীন কোনরকম ক্রিকেট অনুশীলন করা যাবে না প্রস্তাবিত জমিতে।

error: Content is protected !!