📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২২ জুলাই থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। তার আগে মুম্বইয়ে গিয়ে ফের মোদী সরকারকে নড়বড়ে বলেই দাবি করলেন তৃণমূল কংগ্রেসনেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এনসিপি নেতা শরদ পাওয়ার এবং শিবসেনা সেনা উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের পর ফের এই দাবি করলেন মমতা। তাঁর মতে, এই সরকার বেশি দিন চলতে পারে না।
শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতেই মুম্বই যান মুখ্যমন্ত্রী। তার ফাঁকেই জাতীয় স্তরে এই দুই নেতার সঙ্গে বৈঠক করেন মমতা। এরপরেই তিনি জানান, কেন্দ্রে মোদী সরকারের স্থায়ী নয়। বেশিদিন চলতে পারে না। ইন্ডিয়া জোটের দুই শরিকের সঙ্গে বৈঠকের পর তৃণমূল নেত্রীর এই দাবিকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কারণ, গোড়া থেকেই তেলগু দেশম পার্টি এবং সংযুক্ত জনতা দলের উপর দাঁড়িয়ে কেন্দ্রের মোদী সরকার। তাই মুম্বইয়ে তৃণমূল নেত্রীকে এই ব্যাপারে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা হয়। তার জবাবে মমতা জানিয়েছেন, তিনি কোনও ব্যক্তি সম্পর্কে মন্তব্য করবেন না। কারও বিরুদ্ধেও বলবেন না। কারও পক্ষেও বলবেন না।
সামনেই মহারাষ্ট্রে বিধানসভার ভোট। সেই ভোটের প্রচারে উদ্ধব ঠাকরের হাত শক্ত করবেন তৃণমূল নেত্রী। মাতুশ্রীতে বসেই জানালেন উদ্ধবের হয়ে তিনি প্রচারে মুম্বই আসবেন। জনসভা করবেন। তাঁর মতে, উদ্ধবের হাত থেকে দলের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। তার পরেও তিনি সত্যিকারের বাঘের বাচ্চার মতো লড়াই করেছেন।