📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অন্তর্বতী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্ত তাঁর জামিন মঞ্জুর করেন। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
যদিও এই মুহূর্তে জেল থেকে ছাড়া পাবেন না দিল্লির মুখ্যমন্ত্রী। কারণ, তিনি বর্তমানে CBI হেফাজতে রয়েছেন। ওই মামলার পৃথকভাবে শুনানি চলছে। এবং ১৭ জুলাই রয়েছে মামলাটির শুনানি। সেই কারণে এখনই জেল থেকে মুক্তি পাবেননা তিনি।
আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ তাঁকে গ্রেফতার করেছিল ED। লোকসভা নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন তিনি। এরপর ফের তিনি জেলে গিয়েছিলেন। তারপর দিল্লির রাউস অ্য়াভিনিউ আদালত তাঁর জামিন মঞ্জুর করলেও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেছিল ED।
উল্লেখ্য ED-র গ্রেফতারি বেআইনি এই দাবি করে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন কেজরিওয়াল। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। তারপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। শুক্রবার সেই জামিন মঞ্জুর করে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ।

