আম্বানি নয়, বিয়েতে সবচেয়ে বেশি খরচ করেছিল ভারতের অন্য এক পরিবার, জানেন?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আজ তো ডি ডে। সারা ভারতের, বলা ভাল সারা বিশ্বের চোখ আজ গোটা বছরের সবচেয়ে চর্চিত বিয়ের দিকে। দুজনের বিয়েকে কেন্দ্র এত আড়ম্বর, এত চোখ ধাঁধানো উদযাপন, একের পর এক ইভেন্ট, মেগা ইভেন্ট আগে দেখেনি দুনিয়া। তাই-ই এত চর্চা। অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ে, প্রাক বিয়ে মিলিয়ে খরচ আকাশ ছোঁয়া। এত খরুচে বিয়ে আগে ভারতবর্ষ দেখেনি।

এইখানেই কাহানি মে টুইস্ট! ভারতবাসী দেখেনি, কিন্তু শুনেছে। সারা বিশ্বেই এ যাবত কালের সবচেয়ে বেশি খরুচে বিয়েটাও কিন্তু এক ভারতীয় পরিবারেই হয়েছিল, তবে দেশের বাইরে। শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ে ভানিশা মিত্তল এবং আমিত ভাটিয়ার বিয়ে।

২০০৪ সালের সেই জমকালো বিয়েতেই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি খরচ হয়েছে, গিনেস বুকেও উল্লেখ রয়েছে এই বিয়ের। ফ্রান্সের নানা বিলাসবহুল স্থানে আয়োজন করা হয়েছিল নানা অনুষ্ঠানের। বাগদান আর বিয়ে হয়েছিল ভার্সাই প্রাসাদে। আইফেল টাওয়ারের মাথায় আলোর রোশনাই ছিল বিয়ের রাতে।

বিয়েতে খরচ হয়েছিল ৫৫ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় হিসেব করলে ২০০৪ সালে যা ছিল ৫৫০ কোটি টাকা।

error: Content is protected !!