অবশেষে গরমের হাত থেকে মুক্তি, শুক্রবার দক্ষিণে প্রবল বৃষ্টি! উত্তরের পরিস্থিতি কেমন?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গরম থেকে কিছুটা স্বস্তি মিলল শুক্রবার সকালে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটা নিম্নমুখী। পাশাপাশি উত্তরবঙ্গের পরিস্থিতিও কিছুটা পরিবর্তন হয়েছে। কমেছে বৃষ্টির পরিমাণ।

শুক্রবার ভোর থেকে কলকাতা, দুই ২৪ পরগনা, বর্ধমান, হুগলি ও হাওড়ায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। তার জেরে তিলোত্তমার একাধিক এলাকায় সাময়িক জল জমে গিয়েছিল। যদিও শুক্রবার ভোরের এই বৃষ্টি সাময়িক বলেই জানা গিয়েছে। আজ বিকাল বা শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১২ এবং ১৩ জুলাই অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। যদিও পরের সপ্তাহ থেকে পরিস্থিতি বদলের সম্ভাবনা।

শুক্রবার অর্থাৎ আজ সারাদিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং ২৮ ডিগ্রির আশপাশে থাকবে। আদ্রতা জনিত অস্বস্তি চলবে।

error: Content is protected !!