সোনা-রুপো দুইয়ের দামই চড়া, কেনার আগে জানুন আজকের দর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বৃহস্পতিবার ফের বাড়ল সোনার দাম| এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম বেড়েছে ২০০ টাকা। এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে, ৬৭,৩০০ টাকা। অর্থাৎ গ্রাম প্রতি ২০ টাকা করে বেড়েছে ২২ ক্যারেট সোনার দাম।

অন্যদিকে, ১০ গ্রাম ২৪ ক্যারেট গহনার সোনার দামও বেড়েছে ২২০ টাকা। নতুন দাম বাড়ার পর, ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার আজকের দর যাচ্ছে ৭৩,৪২০ টাকা। অর্থাৎ গ্রাম প্রতি ২২ টাকা বেড়েছে সোনার দাম।রুপোতেও হাত ছোঁয়ানো দায়। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ১০০০ টাকা। এর নিরিখে ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৯৫,৫০০ টাকা।

error: Content is protected !!