১৫ জুলাই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন শোভন – সোহিনী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রেমের গুঞ্জন মাসখানেক ধরেই। তবে দুজনেরই কেউই এপ্রসঙ্গে মুখ খুলতে নারাজ! এদিকে মাস দুয়েক ধরেই জল্পনা, শোভন-সোহিনীর প্রেমের সম্পর্ক এবার ছাদনাতলায় পরিণতি পেতে চলেছে। টলিউডের অন্দরমহলে কানাঘুষো অনেক। অভিনেত্রী ইতিমধ্যেই তিন লাখি নেকলেস অর্ডার দিয়েছেন বিয়ের জন্য। রূপটান শিল্পী, শপিং থেকে ফটোগ্রাফার প্রাথমিক পর্যায়ে সবই চূড়ান্ত।

১৫ই জুলাই শোভন-সোহিনী বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এইমুহূর্তে তাঁরা যে টলিপাড়ার ট্রেন্ডিং কাপল, তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না! দিন কয়েক আগে, বহুরূপীর অনুষ্ঠান থেকে শোভন গঙ্গোপাধ্যায়ের দুই প্রাক্তন প্রেমিকা স্বস্তিকা দত্ত ও ইমন চক্রবর্তীর হাসিঠাট্টার ভিডিও প্রকাশ্যে আসতেও নেটপাড়া সোহিনী-প্রসঙ্গে টেনে এনেছিল। তবে বিয়ের জল্পনা, গুঞ্জন যতই হোক না কেন, এপ্রসঙ্গে অভিনেত্রী কিংবা গায়কের মুখে কিন্তু কুলুপ! তবে এবার সংবাদমাধ্যমের কাছে বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন সোহিনী সরকার।

error: Content is protected !!