📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নারী অধিকারে একদিনে জোড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের। বুধবার এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানাল, ভারতীয় দণ্ডবিধির ১২৫ নম্বর ধারায় বিবাহবিচ্ছিনা মুসলিম মহিলারাও আদলতে খোরপোশ দাবি করতে পারবেন। কারণ সুপ্রিম কোর্ট মনে করে, খয়রাতি নয়, এটা মহিলাদের অধিকার। এদিন বিচারপতি বি ভি নাগারত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসির বেঞ্চে এই মামলার শুনানি হয়।
এর ঠিক কিছুক্ষণ পরেই দুই বিচারপতির এই বেঞ্চ সরব হয় গৃহবধূদের অধিকারের স্বার্থে। এই ব্যাপারে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সময় এসেছে ভারতীয় পুরুষদের গৃহবধূদের ভূমিকা ও আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়ার। গৃহবধূদের আর্থিক নিরাপত্তায় বিচারপতিদের দাওয়াই, ব্যাঙ্কে স্বামীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট এবং এটিএম কার্ড ব্যবহারের অধিকার থাকা উচিত।
বিচারপতি বি ভি নাগারত্ন ও বিচারপতি অগস্টিন জর্জ মাসির বেঞ্চ জানায়, তাঁরা জোর দিতে চাইছেন এই বলে যে, স্বামীর কর্তব্য হওয়া স্ত্রীকে অর্থনৈতিক অধিকার দেওয়া। এর জন্য স্বামীর সঙ্গে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা উচিত এবং ATM কার্ড ব্যবহারের ক্ষমতাও থাকা উচিত।
ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বেশ কয়েকটি নারী সংগঠন। তাদের মতে, শীর্ষ আদালতের নির্দেশে এবার হয়তো সমাজের হুঁশ ফিরবে। কারণ বিচারপতি নাগারত্ন জানিয়েছেন, অনেক স্বামীরা বুঝতে পারেন না যে, তাঁদের স্ত্রী, যাঁরা গৃহবধূ, তাঁদের উপরে মানসিক দিক থেকে কতটা নির্ভরশীল। সময় এসেছে ভারতীয় গৃহবধূদের ভূমিকা ও আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়ার।