নিজের মায়ের ভোটার স্লিপ বাড়িতে পৌছায়নি ! মুখ পুড়ল কল্যানের


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মানিকতলা উপ নির্বাচনের বিজেপি প্রার্থী কল্যান চৌবের মায়ের ভোটার স্লিপ বাড়িতে পৌছায়নি। অবশেষে তৃনমূল কাউন্সিলর অনিন্দ্য রাউতের সাহায্যে, নিজের ভোট দিলেন বিজেপি প্রার্থীর মা। এই প্রসঙ্গে, এক তৃনমূল নেতার বক্তব্য – বিজেপি বলে এখানে কিছু নেই। ওদের সংগঠন নেই তাই ভোটার স্লিপ থেকে বুথ কর্মী কিছুই নেই ওদের। বাইরে থেকে কিছু ভাড়া করা লোক নিয়ে এসে, ভোটে জেতা যায়না।

error: Content is protected !!