ফের অভিনেত্রী জ্যাকলিনকে তলব, বুধবারেই ইডির দফতরে হাজিরার নির্দেশ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ফের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবারেই তাঁকে হাজিরা দিতে হবে বলে জানা গিয়েছে। এই মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত থাকার অভিযোগেই তাঁকে তলব করা হয়েছে।

র‌্যানব্যাক্সি সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারকে ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে সুকেশ চন্দ্রশেখর এবং লিনা পালের বিরুদ্ধে। এই সুকেশের সঙ্গেই আর্থিক লেনদেন এবং উপহার নেওয়ার অভিযোগ রয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে। তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে বলেও গুঞ্জন শোনা গিয়েছিল।

যদিও কনম্যান সুকেশের সঙ্গে তাঁর সম্পর্ক অস্বীকার করেছেন অভিনেত্রী। তাঁর দাবি, ভুয়ো পরিচয়ে তাঁর সঙ্গে আলাপ জমিয়েছিল এই প্রতারক। তবে, এখনও কোনও আর্থিক লেনদেনের সত্যতা প্রকাশ করা হয়নি। কারণ জ্যাকলিন ফার্নান্দেজ সুকেশ চন্দ্রশেখরকে গ্রেফতার করার পরে নিজের মোবাইল থেকে সম্পূর্ণ ডেটা মুছে ফেলেছিলেন।

error: Content is protected !!