📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড’ গড়ে, ঋদ্ধি এবং সুরঙ্গনা ‘প্রেমের পদ্য’ লিখলেন নিউ ইউর্কের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী টাইমস স্কোয়ারের সামনে| সেই ছবি ফ্রেমবন্দি করে দিলেন তাঁদেরই বাল্যবন্ধু রাজর্ষি| প্রতিবছরের মতো এবছর, ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স আয়োজিত হয়েছিল শিকাগোতে| এই সম্মেলনে গিয়েছিলেন কৌশিক সেন, রেশমি সেনও| সম্মেলনে, হ্যামলেট চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন ঋদ্ধি |
ঐতিহ্যবাহী টাইমস স্কোয়ারের সামনে, ‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড’ গড়লেন ঋদ্ধি এবং সুরঙ্গনা
