জল্পনার অবসান, ভারতীয় ক্রিকেটের নতুন কোচ গৌতম গম্ভীর, ঘোষণা জয় শাহের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২০২৭ সাল পর্যন্ত ভারতের কোচ গৌতম গম্ভীর। ঘোষণা করে দিলেন বোর্ড সচিব জয় শাহ। জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার এই ঘোষণা করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের মেয়াদ। তার আগেই বোর্ডের কাছে ইন্টারভিউ দিয়েছিলেন গম্ভীর। জুলাই মাসের শেষে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় দল। দ্বীপরাষ্ট্রেই হয়তো কোচ হিসাবে অভিষেক হতে পারে বিশ্বকাপজয়ী গৌতম গম্ভীরের।

নিজের এক্স হ্যান্ডেলে বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, ভারতের নতুন হিসাবে গৌতম গম্ভীরের উপরেই আস্থা দেখাল ভারতীয় ক্রিকেট বোর্ড। বর্তমান প্রেক্ষাপটে ভারতীয় দলে গম্ভীরকে উপযুক্ত বলে মনে করছেন বোর্ড সচিব। গম্ভীরের ভিশন আগামী দিনে ভারতীয় ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবে বলেও আশাবাদী জয় শাহ।

গত মরশুমে আইপিএলে চ্যাম্পিয়ন করিয়েছিলেন মেন্টর গম্ভীর। তারপর থেকেই তাঁর ভারতীয় দলের নতুন কোচ হওয়ার ব্যাপারে গুঞ্জন তৈরি করা হয়েছিল। আমেদাবাদে আইপিএল ফাইনালের দিন গৌতিকে বোর্ড সচিবের পাশে দেখা গিয়েছিল। সেখান থেকে শুরু হয়েছিল গুঞ্জন।

পরবর্তী সময় বোর্ডের দফতরে গিয়ে ইন্টারভিউ দিয়েছিলেন গম্ভীর। তাঁর সঙ্গে লড়াইয়ে ছিলেন আর এক প্রাক্তন ক্রিকেটার ডাবলু ভি রামন। কিন্তু মঙ্গলবার ভারতের প্রাক্তন বাঁ-হাতির নামের উপরেই সিলমোহর বসিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *