📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পুরীতে রথ থেকে নামানোর সময় বলরামের মূর্তি পড়ে বিপত্তি। গুন্ডিচা মন্দিরে রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলরামের মূর্তি। বলরামের মূর্তি পড়ে ৫জন সেবায়েত আহত, পুরীর হাসপাতালে ভর্তি।
পুরীতে রথ থেকে নামানোর সময় নিচে পড়ে গেল বলরামের মূর্তি, আহত ৫ সেবাইত
