বোর্ডের সচিব পদ ছেড়ে আইসিসির চেয়ারম্যান হতে পারেন জয় শাহ, নভেম্বরে নির্বাচন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পাখির চোখ এবার আইসিসি। আর সেই লক্ষ্যে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের পদ ছাড়তে পারেন জয় শাহ। এটাই এখন গুঞ্জন বিসিসিআইয়ের অন্দরে। কারণ, আগামী বছর এই পদে শেষ হচ্ছে জয় শাহের মেয়াদ। নিয়ম বলছে, তাঁকে কুলিংঅফে যেতে হবে। তাই ওই সময়টা আইসিসির চেয়ারম্যান পদে বসতে চান শাহ।

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে। জয় শাহের সমর্থনেই দুবাইয়ের মসনদে বসেছেন এই কিউই। মনে করা হচ্ছে নভেম্বর নির্বাচনে জয় শাহ দাঁড়ালে, তাঁকে সমর্থন করবে নিউজিল্যান্ড। তার আগে ১৯ থেকে ২২ জুলাই শ্রীলঙ্কায় বসছে আইসিসির বার্ষিক সভা। তারপর নভেম্বর হবে প্রেসিডেন্ট নির্বাচন।

এদিকে এই গুঞ্জনে আরও একটি প্রশ্ন উঠছে। তা হল, যদি জয় শাহ আইসিসি-তে চলে যান, তাহলে বোর্ডের সচিব কে হবেন ? সেক্ষেত্রে প্রাথমিক দৌড়ে এগিয়ে অরুণ ধূমল। আবার অনেকে ভাসিয়ে দিতে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। তবে যদি জয় শাহ আইসিসির চেয়ারম্যান হন, সেক্ষেত্রে বদলে যেতে পারে দফতরের ঠিকানা। দুবাই থেকে মুম্বই হতে পারে আইসিসির নতুন সদর দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *