📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সুন্দর একটা বাড়ি, ছিমছাম ঘর, তার সঙ্গে মিষ্টি মতো একটা ব্যালকোনি। এমন চাওয়া তো সকলেরই থাকে। কিন্তু দিন দিন ফ্ল্যাটের যা দাম বাড়ছে, সাধ্যের মধ্যে পছন্দের ঘর পাওয়াই দায়। সম্প্রতি একটি ব্যালকোনি ভাড়া দেওয়া হবে বলে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যার মাসিক ভাড়া ৮১,০০০ টাকা!
হ্যাঁ! ঠিক শুনছেন। ঘর নয়, ঘর লাগোয়া একটি ব্যালকোনিই ভাড়া দেওয়া হচ্ছে। সিডনির হেমার্কেট চত্ত্বরের একটি বাড়ি। তবে, বাড়ির মালিক সেটিকে ব্যালকোনি বলতে রাজি নন, অথচ বিজ্ঞাপনের ছবিটি বলে দিচ্ছে, ব্যালকোনিটিকে কাঁচ দিয়ে ঘেরা হয়েছে, তাতে একটি সিঙ্গল বেড খাট রয়েছে।
বিজ্ঞাপনে বলা হচ্ছে ‘সানি রুম’, অর্থাৎ কিনা রৌদ্রজ্জ্বল ঘর। কাঁচের দেওয়াল হলে সূর্যের আলো আটকায় কার সাধ্য? বারান্দা লাগোয়া একটি স্নানঘর অবশ্য বারান্দার সঙ্গে ‘ফ্রি’! এক চিলতে বারান্দার ভাড়া ৮১,০০০ শুনে চক্ষু চড়ক গাছ নেটিজেনদের।