আজ বিপত্তারিণী পুজো, বিপদ থেকে যিনি উদ্ধার করেন তিনিই বিপত্তারিণী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে। ৭ই জুলাই থেকে শুরু হয়েছে রথযাত্রা। রথযাত্রার সঙ্গে সঙ্গে আসি, বাঙালির অন্যতম ব্রত মা বিপত্তারিণীর ব্রত।আষাঢ় মাসের সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়ে সেই দিনে করা হয় মা বিপত্তারিণীর পুজো। এবার অর্থাৎ ২০২৪ সালে বিপত্তারিণী পুজোর তারিখ হল ৯ জুলাই মঙ্গলবার বাংলা ক্যালেন্ডার অনুসারে ১৪৩১ সনের ২৪ আষাঢ়। এ বছরে বিপত্তারিণী ব্রত পালনের দ্বিতীয় দিন হল ১৩ জুলাই শনিবার বাংলা ক্যালেন্ডার অনুসারে ১৪৩১ সনের ২৮ আষাঢ়।

বিপত্তারিণী ব্রত সাধারণত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে পালিত হয়। এই ব্রতের নিয়ম অনুসারে ব্রতের আগের দিন নিরামিষ আহার করা উচিত। পরদিন নিষ্ঠা সহকারে উপবাস করে মায়ের পুজো করা উচিত। বিপত্তারিণী ১৩ সংখ্যার বিশেষ গুরুত্ব আছে। এখানে ১৩ টা ফল ১৩ রকমের ফুল ১৩ খানা লাল সুতো ১৩ খানা দূর্বা ১৩ টি সুপারি এবং এর সঙ্গে ঘট আমের পল্লব শিষ সহ ডাব ইত্যাদি লাগে। উপবাস শেষে ১৩ রকমের ফল ও ১৩ টি লুচি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। আর সেই সঙ্গে মায়ের পুজোয় দেওয়া লাল সুতোগুলি পরিবারের সদস্যদের হাতে মঙ্গল কামনার্থে বেঁধে দেওয়া হয়, তবে সুতোগুলোতে কিন্তু ১৩ টা গিঁট বাঁধতে হয়, তারপর সেই সুতো হাতে বাঁধতে হয়।

সাধারণত মহিলারা এই পুজো করলেও বাড়ির পুরুষ সদস্যরাও এই ব্রত পালন করতে পারে। তবে পুজোর দিন চালের জিনিস ও পিয়াজ রসুন খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই পুজোর দিন কখনোই চিনি কাউকে ধার দেবেন না, এতে শুক্র দুর্বল হয়।